অলিম্পিয়ার জিউসের মূর্তি

জিউসের মূর্তি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে একটি। ফিডিয়াস খ্রিস্টপূর্ব ৪৩৫ অব্দে মূর্তির নক্সা করেন। যে দ্বীপের উপর মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছিল তার পুরোটা জুড়ে এর ভিত্তি তৈরি করা হয়েছিল। এটি ছিল ৪২ ফুট উঁচু [১] ও ৬ ফুট ব্যাসার্ধের। সাতজন মিস্ত্রী আড়াই বছর অক্লান্ত পরিশ্রম করে মূর্তিটি তৈরি করেন। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম এই মূর্তিটি খ্রিস্ট ধর্মের প্রসারের সাথে সাথে খৃষ্টীয় ৫ম শতাব্দীতে ধ্বংস করে ফেলা হয়।[২]

১৫৭২ সালে চিত্রিত জিউসের মূর্তির নির্মাণ

তথ্যসূত্র সম্পাদনা

  1. (ইংরেজি) encyclopædiabritannica.com থেকে ফিডিয়াস। সংগৃহীত: ৩রা সেপ্টেম্বর ২০১৪
  2. (ইংরেজি) encyclopædiabritannica.com থেকে জিউসের মূর্তি। সংগৃহীত: ২২শে নভেম্বর ২০০৬