১১তম মেরিল-প্রথম আলো পুরস্কার

১১ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের একাদশ আয়োজন। ২০০৮ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৯ সালের ১০ই এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার প্রদান করা হয়।[১] এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেরদৌস আহমেদঅপি করিম[২] এ বছর মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা বেবী ইসলামকে[৩]

১১তম মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ১০ এপ্রিল ২০০৯
স্থানবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকফেরদৌস আহমেদ, অপি করিম
আলোকপাত
আজীবন সম্মাননাবেবী ইসলাম
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দচন্দ্রগ্রহণ
শ্রেষ্ঠ পরিচালনামুরাদ পারভেজ
চন্দ্রগ্রহণ
শ্রেষ্ঠ অভিনেতাশাকিব খান
প্রিয়া আমার প্রিয়া
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবনূর
১ টাকার বউ
সর্বাধিক মনোনয়নআকাশ ছোঁয়া ভালোবাসা (৭টি)
টেলিভিশন আওতা
চ্যানেলএটিএন বাংলা
স্থিতিকাল৬৫ মিনিট
 ← ১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার ১২তম → 

বিজয়ী ও মনোনীতদের তালিকা সম্পাদনা

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

তারকা জরিপ সম্পাদনা

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী
শ্রেষ্ঠ টিভি অভিনেতা শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী
শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ) শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী)

সমালোচক সম্পাদনা

শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী
শ্রেষ্ঠ নাট্যকার শ্রেষ্ঠ নাট্য নির্দেশক
শ্রেষ্ঠ টিভি অভিনেতা শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী
শ্রেষ্ঠ গান শ্রেষ্ঠ ব্যান্ড

আজীবন সম্মাননা সম্পাদনা

বিশেষ পুরস্কার সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Meril-Prothom Alo Award ceremony held"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১১ এপ্রিল ২০০৯। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  2. আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  3. "কিছু টুকিটাকি..."দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা