শিউলি মালা

কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্পগ্রন্থ।

শিউলি মালা কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্পগ্রন্থ। শিউলি মালা গ্রন্থটি ১৯৩১ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়।[১] এই গ্রন্থে মোট ৪টি গল্প আছে।

শিউলি মালা
লেখককাজী নজরুল ইসলাম
ভাষাবাংলা ভাষা
ধরনগল্পগ্রন্থ
প্রকাশনার তারিখ
১৯৩১ সাল

গল্পের তালিকা সম্পাদনা

  • পদ্ম-গোখরো
  • জিনের বাদ্‌শা
  • অগ্নি-গিরি
  • শিউলি-মালা

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রিন্স, মাওলা (২০২২-০৮-২৭)। "কৃষক, কৃষি ও কাজী নজরুল ইসলাম"চ্যানেল আই অনলাইন। ২০২২-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৬