শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে এটি নির্মিত হয়। ১৯৭২ সালের ২২শে ডিসেম্বর এই সৌধের ফলক উন্মোচন করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। এটির স্থপতি ছিলেন মোস্তফা হারুন কুদ্দুস হিলি।

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
মানচিত্র
সাধারণ তথ্য
ধরনস্মৃতিসৌধ
অবস্থানঢাকা, বাংলাদেশ
ঠিকানামিরপুর
স্থানাঙ্ক২৩°৪৭′৪২″ উত্তর ৯০°২০′৪৩″ পূর্ব / ২৩.৭৯৫০৮৪° উত্তর ৯০.৩৪৫২৪৮° পূর্ব / 23.795084; 90.345248
নকশা এবং নির্মাণ
স্থপতিমোস্তফা হারুন কুদ্দুস হিলি

বিবরণ সম্পাদনা

এটি প্রধানত দুটি অংশে বিভক্ত। দক্ষিণ পাশের অংশটি প্রখ্যাতজনদের জন্য সংরক্ষিত কবরস্থান। উত্তরের বড় অংশটি সাধারণদের জন্য কবরস্থান। এই উত্তর-দক্ষিণের মাঝখানের অংশটিতে অবস্থিত হল এই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধ / স্তম্ভ। বর্তমানে এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনাধীন।

দৃশ্য সম্পাদনা

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বর

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা