শরীফগঞ্জ ইউনিয়ন

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

শরীফগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[২]

শরিফগঞ্জ
ইউনিয়ন
১১নং শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদ
শরিফগঞ্জ সিলেট বিভাগ-এ অবস্থিত
শরিফগঞ্জ
শরিফগঞ্জ
শরিফগঞ্জ বাংলাদেশ-এ অবস্থিত
শরিফগঞ্জ
শরিফগঞ্জ
বাংলাদেশে শরীফগঞ্জ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৩′৫.০০২″ উত্তর ৯২°১′৫৩.০০০″ পূর্ব / ২৪.৭১৮০৫৬১১° উত্তর ৯২.০৩১৩৮৮৮৯° পূর্ব / 24.71805611; 92.03138889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাগোলাপগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১৯৭৩ সাল
সরকার
 • ইউনিয়ন পরিষদ চেযারম্যানএম কবির উদ্দিন (২৭ জানুয়ারি ২০২২-বর্তমান)
আয়তন
 • মোট১২ বর্গকিলোমিটার বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)[১]
 • মোট২৩,৭৮০।
সাক্ষরতার হার
 • মোট৩৬.৬৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ৩৮ ৩৬
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান সম্পাদনা

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণকোণে শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদ অবস্থিত। উপজেলা সদর হতে সড়ক পথে ১৮কি:মি: দুরত্ত্ব। এ ইউনিয়নের প্রধান যোগাযোগের মাধ্যম নদী পথ। পূর্বে বাদেপাশা ইউনিয়ন পরিষদ এবং বড়লেখা উপজেলা, পশ্চিমে ফেঞ্চুগঞ্জ উপজেলা, উত্তরে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ, দক্ষিণে হাকালুকি হাওর[২]

ইতিহাস সম্পাদনা

১১নং শরিফগঞ্জ ইউনিয়নটি, পূর্বে ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নের অন্তগর্ত ছিল। ১৯৭৩ সালে ১১নং দক্ষিণ বাদেপাশা নামকরণ করে পৃথক ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ১৯৯২ সালে দক্ষিণ বাদেপাশা নামের পরিবর্তে ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন নামকরণ করা হয়। উনিয়নটির একদিকে কুশিয়ারা নদী অপর দিকে ইতিহাস খ্যাত বৃহত্তর হাওর হাকালুকি। প্রাচিন ব্রিটিশ আমল খেকে এখানকার মানুষ কুশিয়ারা নদীপথে যাতায়াত করে আসছেন।[২]

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তন ১৯.৯০বর্গ কিলোমিটার। লোক সংখ্যা সর্বমোট ২৩,৭৮০ জন। (২০০১ ইং সনের আদমশুমারী অনুযায়ী) এর মধ্যে পুরুষের সংখ্যা ১২,১৭৪ জন এবং মহিলার সংখ্যা ১১,৬০৬ জন।[২][৩]

শিক্ষা সম্পাদনা

সাক্ষরতার হারঃ- ৩৬.৬৮% [৩]

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানঃ-

পনাইরচক উচ্চ বিদ্যালয়[২]

দর্শনীয় স্থান সম্পাদনা

 
সিলেটের হাকালুকি হাওর
 
সিলেটের ঐতিহাসিক কুশিয়ারা নদী

হাট-বাজার, খাল ও নদী সম্পাদনা

বাজার - শরিফগঞ্জ বাজার, মেহেরপুর বাজার। নদীর সংখ্যা ১টি- যা কুশিয়ারা নদী নামে পরিচিত বাংলাদেশের কৃহত্তম নদীখালের সংখ্যা ৮টি- যা কুশিয়ারা নদী খেকে হাকালূকি হাওরে পতিত হয়েছে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. শরীফগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  2. "শরিফগঞ্জ ইউনিয়ন"sharifganjup.sylhet.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০ 
  3. "গোলাপগঞ্জ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০ 
  4. "শরীফগঞ্জ পশু হাসপাতালে চিকিৎসক নেই ৫ বছর"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা