মঙ্গল চাঁদ (১৬২৫ - ১৭০০) বাংলা সাহিত্যের মধ্যযুগের একজন উল্লেখযোগ্য বাঙালি কবি। তিনি সতের শতকের মুসলিম সাহিত্যিক ছিলেন। তিনি ত্রিপুরা অঞ্চলের বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত তার একটি মাত্র কাব্যগ্রন্থ পাওয়া গেছে। গ্রন্থটি হল শাহজালাল-মধুমালা[১]

মঙ্গল চাঁদ
জন্ম১৬২৫
মৃত্যু১৭০০
উল্লেখযোগ্য রচনাবলিশাহজালাল-মধুমালা

সাহিত্যকর্ম সম্পাদনা

  • শাহজালাল-মধুমালা (কাব্য)

তথ্যসূত্র সম্পাদনা

  1. আলী, মো: জোবায়ের (২ মার্চ ২০১৭)। "মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হেয়াত মামুদ"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭