মগনামা ঘাট বাংলাদেশের কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় একটি জনপ্রিয় সৈকত যার সামনে কুতুবদিয়া চ্যানেল এবং পেকুয়া উপজেলর ১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত চট্টগ্রাম থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।এখানেই প্রস্তুত করা হয়েছে মগনামা নেভাল। প্রায় ২০০ জন স্থানীয় বেকার যুবকের সেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে বেড়িবাধেঁর দেওয়ালে সৌন্দর্যের জন্য রঙ করা হয়েছে।যাতে সুন্দর নেভালের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মগনামা সৈকত
অবস্থানমগনামা, কক্সবাজার
স্থানাঙ্ক২১°৪৮′৩২″ উত্তর ৯১°৫৫′৪১″ পূর্ব / ২১.৮০৮৮৯° উত্তর ৯১.৯২৮০৬° পূর্ব / 21.80889; 91.92806