প্রেম পিয়াসী

১৯৯৭ সালের প্রণয়ধর্মী চলচ্চিত্র

প্রেম পিয়াসী হল রেজা হাসমত পরিচালিত ১৯৯৭ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। সানি আলমের কাহিনিতে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রেজা হাসমত। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহশাবনূর[১] অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব, মিশা সওদাগর প্রমুখ।

প্রেম পিয়াসী
প্রেম পিয়াসী চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরেজা হাসমত
রচয়িতারেজা হাসমত (সংলাপ)
চিত্রনাট্যকাররেজা হাসমত
কাহিনিকারসানি আলম
শ্রেষ্ঠাংশে
সুরকারআবু তাহের
চিত্রগ্রাহকসিরাজুল ইসলাম সিরাজ
সম্পাদকশফিকুল ইসলাম শফিক
প্রযোজনা
কোম্পানি
সুপ্রভাত কথাচিত্র
পরিবেশকসুপ্রভাত কথাচিত্র
মুক্তি
  • ১৮ এপ্রিল ১৯৯৭ (1997-04-18)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কুশীলব

সম্পাদনা

সঙ্গীত

সম্পাদনা

প্রেম পিয়াসী ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আবু তাহের। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও সানি আলম। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, আগুন

সকল গানের সুরকার আবু তাহের।

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."কি যে তুমি চাও"সানি আলমসাবিনা ইয়াসমিন৪:০৫
২."এক জীবনে আমার"মনিরুজ্জামান মনিররুনা লায়লা, আগুন৪:১৪
৩."তুমি যদি সুখ পাও"মনিরুজ্জামান মনিরসাবিনা ইয়াসমিন৪:১৮
৪."আমার এ গান গান হবে না"মনিরুজ্জামান মনিরসাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর৫:৩১

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "২৭টি ছবিতে সালমানের নায়িকা ছিলেন যারা"জাগোনিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা