প্রবেশদ্বার:পশ্চিমবঙ্গ

(পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিষয়গুলি থেকে পুনর্নির্দেশিত)
আজ জুন ২, ২০২৪
পশ্চিমবঙ্গ

প্রবেশদ্বারে

স্বাগতম


Flag of India
Flag of India
Emblem of India
Emblem of India


পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য পূর্ব ভারতে বঙ্গোপসাগরের উত্তর দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি। জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য (প্রথম-উত্তর প্রদেশ, দ্বিতীয়- মহারাষ্ট্র, তৃতীয়-বিহার )। এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গ কি. মি.। পশ্চিমবঙ্গ বাংলা ভাষী বাঙালি জাতি অধ্যুষিত অবিভক্ত বাংলার একটি অংশ। এই রাজ্যের পূর্ব দিকে বাংলাদেশ রাষ্ট্র এবং উত্তর দিকে নেপালভুটান রাষ্ট্র অবস্থিত। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিমআসাম রাজ্যও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী। রাজ্যের রাজধানী কলকাতা শহরটি হল ভারতের সপ্তম বৃহত্তম মহানগরী৷ ভৌগোলিক দিক থেকে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ, রাঢ় অঞ্চল ও উপকূলীয় সুন্দরবনের অংশবিশেষ এই রাজ্যের অন্তর্গত। বাঙালিরাই এই রাজ্যের প্রধান জাতিগোষ্ঠী এবং রাজ্যের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই বাঙালি হিন্দু

নির্বাচিত চিত্র

প্রধান ভবন
প্রধান ভবন
কৃতিত্ত্ব: শাশ্বত সরকার

ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান খড়গপুর ভারতের এক‌টি প্রথম‌সারির শিক্ষা-প্রতিষ্ঠান। এটি মূলতঃ কারিগরি বিদ্যা-শিক্ষার জন্য বিখ্যাত। ১৯৫১ সালে তত্‍কালীন মুখ্যমন্ত্রী বিধান‌ চন্দ্র রায় এর উদ্যোগে এটি স্থাপিত হয়। বিগত ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে ভারতবর্ষ থেকে আইআইটি খড়গপুর ছিলো একমাত্র প্রতিনিধি, যেটি বিশ্বের প্রথম ৫০০ টি অগ্রগণ্য বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হয়েছিলো।


নির্বাচিত নিবন্ধ

বাঙালি জাতি হল বঙ্গদেশ অর্থাৎ ভারতীয় উপমহাদেশের অধুনা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ এবং ভারতের ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ডআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী মানব সম্প্রদায় যাদের ইতিহাস অন্ততঃ চার হাজার বছর পুরোনো। এদের ভাষা বাংলা যা ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পূর্ব-ইন্দো-আর্য বিভাগের একটি ভাষা। নৃতাত্বিকভাবে এরা একদিকে যেমন ওড়িয়া, আসামী, বিহারী ও অন্যান্য পূর্বভারতীয় ভাষাভাষী গোষ্ঠীর নিকট আত্মীয়, তেমনই এদের মধ্যে কিয়দংশে মুণ্ডা, প্রোটো-আস্ট্রালয়েড, তিব্বতী-বর্মী, অস্ট্রো-এশীয়, এবং দ্রাবিড় গোষ্ঠীর বংশধারাও মিশে আছে।


নির্বাচিত জীবনী

জ্যোতিরিন্দ্র বসু
জ্যোতি বসু (৮ জুলাই, ১৯১৪ - ১৭ জানুয়ারি, ২০১০) একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ। তিনি সিপিআই (এম) দলের সদস্য। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা তেইশ বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পবন কুমার চামলিং-এর পূর্বে তিনিই ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। এছাড়াও ১৯৬৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সিপিআই(এম) দলের পলিটব্যুরো সদস্য ছিলেন। ছাত্রাবস্থায় উচ্চশিক্ষার্থে ইংল্যান্ডে গিয়ে কমিউনিস্ট ভাবাদর্শে উদ্বুদ্ধ হন বসু। ১৯৪০ সালে গ্রহণ করেন ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ। ১৯৪৬ সালে অবিভক্ত বাংলা প্রদেশের প্রাদেশিক আইনসভায় কমিউনিস্ট পার্টির প্রতিনিধি রূপে নির্বাচিত হন। দেশভাগের পর পশ্চিমবঙ্গ বিধানসভার প্রতিনিধি নির্বাচিত হন বসু।


সম্পর্কিত প্রবেশদ্বার

আপনি জানেন কি...

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচিত পানোরামা

ইডেন গার্ডেনস
ইডেন গার্ডেনস
কৃতিত্ত্ব: পার্থ ভৌমিক
ইডেন গার্ডেনস ১৮৬৪ সালে স্থাপিত ও ভারতের অন্যতম প্রাচীন একটি ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে প্রথম একদিনের খেলাটি হয় ১৮ ফেব্রুয়ারি ১৯৮৭-তে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হয়।

প্রাসঙ্গিক বিষয়সমূহ

আপনি কি করতে পারেন

আপনি কি করতে পারেন
আপনি কি করতে পারেন

সম্পর্কিত উইকিমিডিয়া


উইকিসংবাদে পশ্চিমবঙ্গ
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে পশ্চিমবঙ্গ
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে পশ্চিমবঙ্গ
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে পশ্চিমবঙ্গ
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে পশ্চিমবঙ্গ
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে পশ্চিমবঙ্গ
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে পশ্চিমবঙ্গ
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে পশ্চিমবঙ্গ
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

সার্ভার ক্যাশ খালি করুন