ধর্মপাল (দেবতা)

বৌদ্ধ ধর্মীয় দেবতা

ধর্মপাল (সংস্কৃত: धर्मपाल, তিব্বতি: ཆོས་སྐྱོང་) হলো বৌদ্ধধর্মে এক প্রকার ক্রুদ্ধ দেবতা। ধর্মপাল হলেন ন্যায়বিচারের রক্ষক বা আইনের রক্ষক। ধর্মপাল দুই প্রকার, জাগতিক অভিভাবক (লোকপাল) এবং প্রজ্ঞা রক্ষাকারী (জ্ঞানপাল)। শুধুমাত্র প্রজ্ঞা রক্ষাকারীরা জ্ঞানী।[১]

ধর্মপাল
ভালো কাজের উৎসাহ দেওয়ার ধর্মপালের মূর্তি, ভিয়েতনাম
খারাপ কাজের শাস্তি দেওয়ার ধর্মপালের মূর্তি, ভিয়েতনাম

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা