তথাগত একটি পালি ও সংস্কৃত শব্দ; পালি ত্রিপিটকে নিজের বা অন্য বুদ্ধদের উল্লেখ করার সময় গৌতম বুদ্ধ এটি ব্যবহার করেন। মহাযানে এটি শাক্যমুনি বুদ্ধ এবং অন্যান্য অমরাত্মা বুদ্ধের উপাধি।[তথ্যসূত্র প্রয়োজন]

তথাগত, শাক্যমুনি বুদ্ধ থাংকা চিত্রকর্মে অবদান কিংবদন্তির দৃশ্য দেখানো হয়েছে।
বিভিন্ন ভাষায়
তথাগত এর
অনুবাদ
ইংরেজি:One who has thus gone
Thus Come One
পালি:𑀢𑀣𑀸𑀕𑀢
সংস্কৃত:तथागत
বর্মী:တထာဂတ
(আইপিএ: [tathāgata])
চীনা:如來
(pinyinrú laí/ Cantonese=yu loi)
জাপানী:如来
(rōmaji: nyorai)
খ্‌মের:តថាគត
(tathakut)
কোরীয়:여래
(RR: yeorae)
মঙ্গোলীয়:ᠲᠡᠭᠦᠨᠴᠢᠯᠡᠨ ᠢᠷᠡᠭᠰᠡᠨ Түүнчлэн ирсэн
সিংহলি:තථාගත (tathāgata)
তিব্বতী:དེ་བཞིན་གཤེགས་པ
(dezhin sheg pa)
থাই:ตถาคต
ভিয়েতনামী:Như Lai
বৌদ্ধ ধর্ম সংশ্লিষ্ট টীকাসমূহ

তথাগত সকল আসা-যাওয়ার ঊর্ধ্বে – সমস্ত ক্ষণস্থায়ী ঘটনাকে অতিক্রম করে। এটি দ্বারা এমন মানবকে বোঝানো হয়, যিনি পুনর্জন্মমৃত্যুর অন্তহীন চক্রের, অর্থাৎ দুঃখের বাইরে। তবে, অন্যান্য ব্যাখ্যা অনুসারে শব্দটির অর্থ ব্যতিক্রম।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা