ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ

ঢাকায় অবস্থিত একটি সরকারি স্কুল

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত একটি স্কুল ও কলেজ। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে ১ম হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।[১]১৯৮৬ সালের ৩ মার্চ এই প্রতিষ্ঠানটি “শিক্ষা বোর্ড ল্যাবরেটরী স্কুল” নামে প্রথম আত্মপ্রকাশ করে। তারপর ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করা হয়। এই প্রতিষ্ঠানটির বর্তমান নাম “ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেরি স্কুল এন্ড কলেজ”। ঢাকা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত।এ প্রতিষ্ঠানে প্রায় ২৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করে। প্রতিষ্ঠানে মোট ৬০ জন শিক্ষক পাঠদান করেন

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ
অবস্থান
মানচিত্র
মিরপুর-১, ঢাকা -১২১৬
স্থানাঙ্ক২৩°৪৭′৩৬″ উত্তর ৯০°২১′০৪″ পূর্ব / ২৩.৭৯৩৪৩° উত্তর ৯০.৩৫১১৮° পূর্ব / 23.79343; 90.35118
তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৮৬ সাল
ইআইআইএন108223
চেয়ারম্যানপ্রফেসর তপন কুমার সরকার
অধ্যক্ষজনাব মোহা: আসাদূজ্জামান
প্রধান শিক্ষকজনাব মোঃ কুদ্দুস আলী মোল্লা
শিক্ষকমণ্ডলী৫৫
কর্মচারী১০
শ্রেণী১ম-১২শ
স্লোগানআলোকিত মানুষ গড়াই আমাদের অঙ্গীকার।

ইতিহাস সম্পাদনা

১৯৮৬ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠান প্রধানদের কর্মকাল: সম্পাদনা

  1. জনাব প্রফেসর মো: আশরাফ উদ্দিন যোগদান ১৩-১০-১৯৯৯ থেকে ১১-০৪-২০০২ পর্যন্ত
  2. জনাব মোহাম্মদ ফজর আলী যোগদান ১১-০৪-২০০২ থেকে ২৫-০২-২০২১ পর্যন্ত
  3. জনাব মোঃ জহিরুল হক ভূঁইয়া(ভারপ্রাপ্ত) যোগদান ২৫-০২-২০২১ থেকে ১৪-০৫-২০২২ পর্যন্ত
  4. জনাব সুলতানা হেলেনা খানম (ভারপ্রাপ্ত) যোগদান ১৪-০৫-২০২২ থেকে ০৫-০৯-২০২২ পর্যন্ত।
  5. বর্তমান অধ্যক্ষ জনাব মোহা: আসাদূজ্জামান। যোগদান করনে ০৫/০৯/২০২২ তারিখে।

শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদনা

এ কলেজে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রীদের পাঠদান করা হয়। ১১শ ও ১২শ শ্রেণিতে শুধুমাত্র মেয়েদের পাঠদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিকব্যবসায় শিক্ষা শাখার কার্যক্রম চালু রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ"। ১১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২১