জগতবেড় ইউনিয়ন

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন

জগতবেড় ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৫২.৭০.২৭।[২]

জগতবেড়
ইউনিয়ন
ডাকনাম: জগতবেড় ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলালালমনিরহাট জেলা
উপজেলাপাটগ্রাম উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনলালমনিরহাট-১
সরকার
 • বর্তমান চেয়ারম্যানমোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (২০২২ থেকে--)
আয়তন[১]
 • মোট৩৬.৮২ বর্গকিমি (১৪.২২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১]
 • মোট২৮,৩০১
 • জনঘনত্ব৭৭০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৪.১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পাদনা

পাটগ্রাম উপজেলা সদর হতে উত্তর পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৯০৯৬ একর বা ৩৬.৮২ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

জগতবেড় ইউনিয়ন মোট ৯ টি প্রশাসনিক ওয়ার্ড এ বিভক্ত । এছাড়া এই ইউনিয়নে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। যার মধ্যে ভাণ্ডারদহ, পাটেরডাঙ্গা, ভোটহাত খাতাপাড়া, মছলিটারি, দেওদাপাড়া, বেলবেলীরডাঙ্গা, কামারটারি,নাজিরগোমানি, দোলাইটারি, গুরুপাড়া, আশোয়ারপাড়া, ছিচারপাড় অন্যতম ।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জগতবেড় ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৮৩০১ জন[১], যারা ৬৫৭৫ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৪২২৮ জন এবং নারী হল ১৪০৭৩ জন।

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

জগতবেড় ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪৪.১%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪১.৬% এবং পুরুষ শিক্ষার হার ৪৬.৫%। এই ইউনিয়নে মোট ৪ টি হাই স্কুল রয়েছে ।

১. জগতবেড় উচ্চ বিদ্যালয়

২. কচুয়ারপাড় উচ্চ বিদ্যালয়

৩. ভান্ডারদরহ উচ্চ বিদ্যালয়

৪. মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়

জগতবেড় উচ্চ বিদ্যালয় অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান । এটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয় । এছাড়া এই ইউনিয়নে ২৮ টি প্রাথমিক বিদ্যালয়, ১ টি দাখিল মাদ্রাসা, ৬ টি কিন্টার গার্ডেন স্কুল সহ আরো বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ।

সাংস্কৃতিক চর্চার দিক থেকে এটি পাটগ্রাম উপজেলার অন্য ইউনিয়নের থেকে বেশ এগিয়ে । এই ইউনিয়নের ভেরভেরিরহাট এলাকার অধিবাসি কবি শমসের বেশ খ্যাতিমান ছিলেন । তিনি একাধারে কবি ও ভাওয়াইয়া গীতিকার ছিলেন । ধীরেন দাস, হবিবুর রহমান এরা রংপুর বেতারের শিল্পী ছিলেন । এছাড়া বর্তমানেও ইউনিয়নে বেশ অনেক ভাওয়াইয়া শিল্পী রয়েছে । অত্র ইউনিয়নের সবচেয়ে অবহেলিত এলাকা হচ্ছে দাসপাড়া। সেখানে রয়েছে আদিযুগের আচার অনুষ্ঠান ও যাতায়াত ব্যবস্থার খুবই দুরঅবস্থা।

সম্পাদনা

অর্থনীতি ও যোগাযোগ সম্পাদনা

জগতবেড় ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৪৮। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা