ছত্রপতি শাহু মহারাজ টার্মিনাস

ভারতীয় রেলের স্থানক

ছত্রপতি শাহু মহারাজ টার্মিনাস অথবা শ্রী ছত্রপতি শাহু মহারাজ টার্মিনাস মহারাষ্ট্রের কোলহাপুর শহরের প্রধন রেল টার্মিনাস। স্টেশনটি মিরাজ-কোলহাপুর লাইনের প্রান্তিক স্থানক। স্থনকটি বিভিন্ন দ্রুতগামী ট্রেন দ্বার মুম্বাই, কলকাতা, দিল্লী, হায়দ্রাবাদ, আহমেদাবাদ ইত্যাদি ভারতের বড় শহরসমূহের সাথে সংযুক্ত। সাম্প্রতিক ভারতের রেলমন্ত্রী, ২০১৬-১৭ রেলবাজেটে, কেলহাপুর থেকে বৈভববাড়ি একটি নতুন রুট; এবং কোলহাপু-পুণে রুটে বৈদ্যুতিকরণের কথা ঘোষণা করেছেন। এখান থেকে প্রতিদিন মিরাজের জন্য প্যাসেঞ্জার ট্রেন পাওয়া যায়। স্থানকটির নাম কোলহাপুরের মহারাজ শাহু মহারাজের নামে নামকৃত।

ছত্রপতি শাহু মহারাজ টার্মিনাস
ভারতীয় রেলের টার্মিনাল স্থানক
অবস্থানকোলহাপুর, মহারাষ্ট্র
ভারত
স্থানাঙ্ক১৬°৪২′১০″ উত্তর ৭৪°১৪′১৬″ পূর্ব / ১৬.৭০২৭° উত্তর ৭৪.২৩৭৭° পূর্ব / 16.7027; 74.2377
উচ্চতা৫৩৬.৭২ মিটার (১,৭৬০.৯ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতমধ্য রেল
লাইনমিরাজ-কোলহাপুর
প্ল্যাটফর্ম
নির্মাণ
গঠনের ধরনভূপৃষ্ঠস্থ
পার্কিংউপলব্ধ
অন্য তথ্য
অবস্থাচলিত
স্টেশন কোডKOP
বিভাগ পুণে
ইতিহাস
চালু২০০৭ সালে
বৈদ্যুতীকরণহয়নি
আগের নামবৃহৎ ভারতীয় উপদ্বীপীয় রেল
অবস্থান
মানচিত্র
ছত্রপতি শাহু মহারাজ টার্মিনাস

ট্রেনসমূহ সম্পাদনা

এক্সপ্রেস/মেইল সম্পাদনা

† - ভুসাবাল জংশন হোয়ে

সাধারণ সম্পাদনা

  1. কোলহাপুর - পুণে প্যাসেঞ্জার।
  2. কোলহাপুর - মিরাজ প্যাসেঞ্জার।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা