ছত্রধর মাহাতো (ইংরেজি: Chhatradhar Mahato) (জন্ম ১৯৬৪) হচ্ছেন একজন ভারতের পশ্চিমবঙ্গের লালগড়ের রাজনৈতিক কর্মী। তিনি মাওবাদী সমর্থিত পুলিশ সন্ত্রাসবিরোধী জনসাধারণের কমিটির (People's Committee Against Police Atrocities (PCAPA)), আহ্বায়ক এবং একজন বিখ্যাত আদিবাসি নেতা, যদিও তিনি নিজে উত্তরাধিকারসূত্রে নিজে আদিবাসী নন।[৩] তিনি ২০০৮ সালের নভেম্বরের শালবনী বিস্ফোরণের পর খ্যাতি অর্জন করেন।

ছত্রধর মাহাতো
Chhatradhar Mahato
ছত্রধর মাহাতো
জন্ম১৯৬৪ (বয়স ৫৯–৬০)[১]
জাতীয়তাভারতীয়
পরিচিতির কারণConvener of the Police Santrash Birodhi Janasadharaner Committee (PSBJC), the frontal organization of the Maoists in India[২]

শৈশব সম্পাদনা

ছত্রধর মাহাতো লালগড়ের আমলার ছোট কুটিরে জন্মগ্রহণ করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। লালগড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তিনি মেদেনিপুর দে কলেজে ভর্তি হন যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত ছাত্র কংগ্রেসের কর্মী সদস্য হন। তিনি কলেজের পাঠ শেষ করেননি।

তথ্যসূত্র সম্পাদনা