গোবিন্দশ্রী ইউনিয়ন

নেত্রকোণা জেলার মদন উপজেলার একটি ইউনিয়ন

গোবিন্দশ্রী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার মদন উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৩০.৭২.৫৬.২১।[২]

গোবিন্দশ্রী
ইউনিয়ন
ডাকনাম: গোবিন্দশ্রী ইউপি
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলানেত্রকোণা জেলা
উপজেলামদন উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসননেত্রকোণা-
আয়তন[১]
 • মোট২৭.৬৩ বর্গকিমি (১০.৬৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১]
 • মোট১৮,০১৯
 • জনঘনত্ব৬৫০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২৫.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

ভৌগোলিক অবস্থান ও আয়তন: সম্পাদনা

মদন উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত। পশ্চিমে মদন ইউনিয়ন। উত্তরে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন ও দক্ষিণে মদন উপজেলার মাঘান ইউনিয়ন অবস্থিত।এ ইউনিয়নের মোট আয়তন ৬৮২৬ একর বা ২৭.৬৩ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা: সম্পাদনা

গোবিন্দশ্রী ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —কদমশ্রী/মনিকা/পদমশ্রী/বারগরিয়া/বড্ডা/গোবিন্দশ্রী।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোবিন্দশ্রী ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ১৮০১৯ জন[১], যারা ৩৬৯০ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ৮৯৬৪ জন এবং নারী হল ৯০৫৫ জন।

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

গোবিন্দশ্রী ইউনিয়নের গড় সাক্ষরতা হার ২৫.২%। তার মধ্যে নারী শিক্ষার হার ২৩.১% এবং পুরুষ শিক্ষার হার ২৭.৪%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ

অর্থনীতি ও যোগাযোগ: সম্পাদনা

গোবিন্দশ্রী ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর ও মৎস্য। যোগাযোগ ব্যবস্থা উন্নত না। শুকনো মৌসুমে পা আর বর্ষা মৌসুমে নৌকা।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭ 
  2. "Mymensingh Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা