গজালিয়া ইউনিয়ন, কচুয়া

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার একটি ইউনিয়ন

গজালিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার কচুয়া উপজেলার একটি প্রশাসনিক এলাকা। বলেশ্বর নদীর তীরে গজালিয়া ইউনিয়নটি অবস্থিত। আয়তন-২১.৭২ কি:মি:।

গজালিয়া
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলাকচুয়া উপজেলা, বাগেরহাট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২১.৭২ বর্গকিমি (৮.৩৯ বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

প্রশাসনিক অঞ্চল সম্পাদনা

গজালিয়া ইউনিয়ন ৭টি মৌজা নিয়ে গঠিত। এখানে ১০টি গ্রাম রয়েছে:

  1. সোনাকান্দর
  2. গজালিয়া
  3. বিশারখোলা
  4. জোবাই
  5. মাদারতলা
  6. ছোটবগা
  7. লড়ারকুল
  8. আলীপুর
  9. কৃষ্ণপুর
  10. উদনখালী।

গজালিয়া ইউনিয়নে ৩টি হাট রয়েছে। গজালিয়ার হাট,মাদারতলা হাট এবং লড়ার হাট। উপজেলা থেকে বাস, টেম্পু, ভ্যান, রিকশায় যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা