'কুক্কুরী পা বা কুক্কুরীপাদ বৌদ্ধ ধর্মের চুরাশিজন বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে একজন ছিলেন।

কুক্কুরী পা

পরিচয় সম্পাদনা

মহাসিদ্ধ কুক্কুরী পা বাংলার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে বৌদ্ধ তন্ত্রে দীক্ষালাভ করেন। তিনি বৌদ্ধ তন্ত্র সাধনায় মহামায়া সাধনার সূচনা করেন। ব্স্তান-'গ্যুর গ্রন্থসঙ্কলনে তার লেখা ছয়টি তন্ত্র সম্বন্ধীয় গ্রন্থের উল্লেখ রয়েছে। তিনি চর্যাপদে চারটি গীত বা পদ রচনা করেন।[১]:৫৯২

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব, নীহাররঞ্জন রায়, দে’জ পাবলিশিং, কলকাতা, চতুর্থ সংস্করণ, অগ্রহায়ণ, ১৪১০ বঙ্গাব্দ, আইএসবিএন ৮১-৭০৭৯-২৭০-৩