উইরাল জেলা ফুটবল অ্যাসোসিয়েশন

উইরাল জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Wirral District Football Association; এছাড়াও সংক্ষেপে ডাব্লিউডিএফএ নামে পরিচিত) হচ্ছে ইংল্যান্ডের উইরাল উপদ্বীপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর ইংল্যান্ডের নিকটবর্তী উইরাল উপদ্বীপে অবস্থিত।

উইরাল জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
এফএ
প্রতিষ্ঠিত১৮৮৫; ১৩৮ বছর আগে (1885)
সদর দপ্তরউইরাল উপদ্বীপ, ইংল্যান্ড
ফিফা অধিভুক্তিনেই
ওয়েবসাইটwww.wirraldistrictfa.com

এই সংস্থাটি বার্কেনহেড সানডে লীগ, ইস্টহ্যাম অ্যান্ড ডিসট্রিক্ট জুনিয়র লীগ, ওয়েলেসি জুনিয়র ফুটবল লীগ এবং ওয়েস্ট চেশায়ার লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কাপ প্রতিযোগিতা"wirraldistrictfa.org। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা