উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা

(উইকিপিডিয়া:Requests for administrator attention থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Sbb1413 কর্তৃক ৪ দিন আগে "প্রচলিত নামে স্থানান্তরের অনুরোধ" অনুচ্ছেদে
আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা ও অনুবাদ
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের আলোচনাসভা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
সংবাদ
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
নতুন অবদানকারীর সাহায্য পাতা
নতুন অবদানকারীদের সাহায্য
সরাসরি চলুন: সূচিপত্রেপ্রথম আলোচনায়পাদদেশের আলোচনায়


ধ্বংসপ্রবণতা চালিয়ে নিজেই পুনর্বহাল

সম্পাদনা

সম্প্রতি টহল দেওয়ার সময় দৃষ্টিগোচর হয় যে কিছু সম্পাদনাকারী (বিশেষত আইপি ব্যবহারকারী) ধ্বংসপ্রবণতা চালিয়ে আবার কিছুক্ষণ পর সেই সম্পাদনা অপসারণ করে আবার পূর্বের সংস্করণে নিয়ে যায়। এ সম্পাদনাগুলো রোলব্যাক করা যায় না, কারণ ধ্বংসপ্রবণতাকারী দ্বারা ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল হওয়ার পর সেটি পূর্বের সংস্করণের অনুরূপ হয়ে যায়। এর কারণে অনেক সময় সেগুলোকে পরীক্ষা করতে গিয়ে অযথা বাড়তি সময় নষ্ট হয়। আমার ধারণা যে এ সব একই ব্যক্তির কাজ। কিন্তু ব্যবহারকারী বেশিরভাগ সময় আইপি হওয়ায় সুনির্দিষ্টভাবে কাউকে detect করা যাচ্ছে না। এ বিষয়ে প্রশাসকগণের দৃষ্টি কামনা করছি। ➤ তানভীর (আলাপঅবদান) ১৪:০৯, ২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Tanvir 360 কোনো উদাহরণ? —শাকিল (আলাপ · অবদান) ১৭:১৪, ২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil উদাহরণস্বরূপ অভিজিৎ সিং পাতায় 103.132.187.50 আইপি থেকে চালানো ধ্বংসপ্রবণ সম্পাদনা এবং তা নিজেই বাতিল। এক্ষেত্রে ব্যবহারকারী আইপি এবং একটি পাতায় ধ্বংসপ্রবণতা চালিয়ে, হয়তো কিছুদিন পর আরও একটি পাতায় এভাবে চালানো হবে। যেহেতু নিয়মিত বিরতিতেই এটি ঘটছে, তাই এটিকে ভুলক্রমে সম্পাদিত বলা যাচ্ছে না। ➤ তানভীর (আলাপঅবদান) ১৭:৩৩, ২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Tanvir 360 আপনার উদাহরণ দেওয়া সম্পাদনাটিকে আমি ধ্বংসাত্মক সম্পাদনা বলবো না, এটা পরীক্ষামূলক সম্পাদনা। সাধারণত পরীক্ষা করার জন্য বিভিন্ন আইপি থেকে এমন সম্পাদনা হয়, কোনো ভুল দেখলে তারা আবার নিজেই সেগুলো হাত দিয়ে বাতিল করে। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৩৭, ২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

প্রচলিত নামে স্থানান্তরের অনুরোধ

সম্পাদনা

আলাপ:ভারতীয় স্বাধীনতা অধিনিয়ম ১৯৪৭ পাতায় উল্লেখিত কারণ অনুযায়ী ভারতীয় স্বাধীনতা অধিনিয়ম ১৯৪৭ পাতাকে ভারতীয় স্বাধীনতা আইন, ১৯৪৭ নামে স্থানান্তরের অনুরোধ রইল। "ভারতীয় স্বাধীনতা অধিনিয়ম ১৯৪৭" নামটি একেবারে অপ্রচলিত। প্রায় সমস্ত জায়গায় আমি একে "ভারতীয় স্বাধীনতা আইন, ১৯৪৭" বলে উল্লেখ করতে দেখেছি, এবং বাংলায় যেকোনো সংবিধি বা অধিনিয়মকে "আইন" বলেই অভিহিত করা হয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৭:২০, ১২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন