ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা

ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা ইনফ্লুয়েঞ্জা রোগে প্রতিক্রিয়া পাবার জন্য ওষুধ এবং থেরাপি ব্যবহৃত হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে লক্ষ্য করে সরাসরি ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা করা হতে পারে। [১]

ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের গবেষণা দেখানো একটি ছবি

দুই শ্রেণির প্রধান অ্যান্টিভাইরাল ড্রাগস নিউর্যামিনিডেস ইনহিবিটারস ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে ব্যবহার করা হয়। যেমন- জানামিভির এবং অসিল্টামিভির অথবা ভাইরাল এম ২ প্রোটিনের ইনহিবিটারস, যেমন আমান্টাদাইন এবং রিমান্তাদাইন।

লক্ষণীয় চিকিৎসা

সম্পাদনা

রোগ প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ইনফ্লুয়েঞ্জা রোগে সংক্রমিত ব্যক্তিদের পরামর্শ দিয়েছে:

  • বাড়িতে থাকতে হবে।
  • প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে।
  • অনেক পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে।
  • ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকতে হবে।
  • প্রেস্ক্রিপশন বিহীন সাধারণ ওষুধ ব্যবহার করতে হবে[২]
  • সর্বোত্তম ভালো চিকিৎসার জন্য একজন ভাল চিকিৎসক কে প্রাথমিক অব্যবস্থায় দেখাতে হবে।
  • জরুরী উপসর্গ দেখা দিলে সতর্ক থাকুন।s[৩]

যেসব চিহ্ন এবং সংকেত জানান দেয় যে রোগটি আরও শক্তিশালী হচ্ছে এবং তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন। এগুলো হলো:

  • শ্বাস-প্রশ্বাস এ সমস্যা অথবা অপর্যাপ্ত শ্বাস-প্রশ্বাস
  • বুকে অথবা পেটেব্যাথা অথবা চাপ অনুভূতি
  • মাথা ঘুরানো
  • বিহ্বলতা
  • তীব্র ও দীর্ঘ সময়

বাচ্চাদের ক্ষেত্রে অন্যান্য সতর্কতামূলক চিহ্নের মাঝে বিরক্তি, ঘুম থেকে না জাগা,

্রুত শ্বাস প্রশ্বাস এবং নীলচে

্বক।তবাচ্চাদের ক


ign in children is if the flu symptoms appear to resolve, but then reappear with fever and a bad cough.[৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Montalto NJ, Gum KD, Ashley JV (ডিসেম্বর ২০০০)। "Updated treatment for influenza A and B"Am Fam Physician62 (11): 2467–76। পিএমআইডি 11130232। ৬ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২০ 
  2. "Medications Used to Treat Alcohol Withdrawal & Alcoholism"Alcohol.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-১১ 
  3. "Taking Care of Yourself: What to Do if You Get Sick with Flu"Disease and Conditions: Seasonal FluCDC। ২০০৮-০২-০৬। ২০১৯-০১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৪