আবুল আসাদ

বাংলাদেশী সাংবাদিক ও লেখক

আবুল আসাদ (জন্ম: ৫ আগস্ট ১৯৪২) একজন বাংলাদেশী সাংবাদিক, প্রাবন্ধিক ও কলামিস্ট।[১] তিনি দৈনিক সংগ্রামের সম্পাদক।[২] তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে রাজশাহী সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ১৯৭০ সালে ১৭ই জানুয়ারী দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসাবে যোগদানের মাধ্যমে তিনি সার্বক্ষণিক সাংবাদিক জীবনের শুরু করেন। ১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন প্রাবন্ধিক ও কলাম লেখক। এ পর্যন্ত প্রকাশিত তার গ্রন্থের মধ্যে রয়েছে ইতিহাস গ্রন্থ 'কাল পঁচিশের আগে ও পরে' এবং 'একশ' বছরের রাজনীতি', ঐতিহাসিক ঘটনার চিত্রধর্মী গল্প 'আমরা সেই সে জাতি' (তিন খন্ড) এবং প্রবন্ধ সংকলন 'একুশ শতকের এজেন্ডা'। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম হলো সাইমুম সিরিজ। এ পর্যন্ত এই সিরিজের ৬৪ টি বই প্রকাশিত হয়েছে। তিনি কয়েকবার গ্রেফতারও হয়েছেন।[৩]

আবুল আসাদ
জন্ম (1942-08-05) ৫ আগস্ট ১৯৪২ (বয়স ৮১)
রাজশাহী, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
পেশাসাংবাদিক, প্রাবন্ধিক, কলাম লেখক
ভাষাবাংলা
নাগরিকত্ববাংলাদেশি
শিক্ষা প্রতিষ্ঠানরাজশাহী বিশ্ববিদ্যালয়
সময়কাল১৯৭০ – বর্তমান
বিষয়ইতিহাস
উল্লেখযোগ্য রচনাবলিসাইমুম সিরিজ, আমরা সেই সে জাতি

প্রাথমিক জীবন ও শিক্ষা

সম্পাদনা

আবুল আসাদ ১৯৪২ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা এ, কে, ছামছালুল হক ভারতের বেনারসের মাদ্রাসা থেকে শিক্ষা লাভকারী একজন আলেম ছিলেন। তার মাতার নাম মজিদা বেগম। ছাত্রজীবন থেকে আবুল আসাদের লেখক ও সাংবাদিকতা জীবনের শুরু। একাদশ শ্রেণীতে ছাত্র থাকাকালীন তিনি নিবন্ধ ও গল্প লিখতে শুরু করেন। তিনি ধীরে ধীরে সাংবাদিকতার সাথে জড়িত হন। তিনি সাংবাদিকতা করার পাশাপাশি তার পড়াশোনা চালিয়ে যান। আবুল আসাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ পাশ করেন।

সাংবাদিকতা

সম্পাদনা

আসাদ ছাত্র জীবন থেকেই লেখালেখি ও সাংবাদিকতা চর্চা করেন। ছাত্রজীবনে তিনি রাজশাহী ভিত্তিক বিভিন্ন দৈনিক পত্রিকায় এবং সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন। রাজনীতি ও সংস্কৃতির উপর তার কলাম প্রকাশিত হতো। তিনি দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক হিসাবে ১৭ জানুয়ারী ১৯৭০ সাল থেকে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন । ১৯৮১ সালে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ।[৪]

সাহিত্য

সম্পাদনা

আবুল আসাদ আঞ্চলিক ইতিহাস ও রাজনীতি নিয়ে "কালো পঁচিশের আগে ও পরে" এবং "একশ বছরের রাজনীতি"-এর মতো বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। "আমরা সেই সে জাতি" হল একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্প ভিত্তিক ঘটনার তিন পর্বের সিরিজ, এবং "একুশ শতকের এজেন্ডা" হল একটি প্রবন্ধ ভিত্তিক সংকলন। এখন পর্যন্ত তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্য কর্ম হল "সাইমুম সিরিজ"। এই সিরিজে ইতিহাস, ভূগোল এবং বিভিন্ন দেশের সংস্কৃতির উল্লেখ আছে, বিশেষ করে ইসলামী ইতিহাস, ইসলামী সংস্কৃতির উল্লেখ আছে। এখন পর্যন্ত এই সিরিজের ৬৩টি বই প্রকাশিত হয়েছে। বর্তমানে আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদকের কাজ করার পাশাপাশি উপন্যাস রচনা করে চলেছেন।

মামলা ও গ্রেফতার

সম্পাদনা

দৈনিক আমাদের পত্রিকার ছাপাখানা সিলগালা হওয়ার পর দৈনিক সংগ্রামের ছাপাখানায় আমার দেশ মুদ্রণের অভিযোগে ১৫ এপ্রিল ২০১৩ তারিখে আবুল আসাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ মামলায় ছাপাখানার ১৯ কর্মচারী গ্রেফতার হয়।[৫] এছাড়া আবুল আসাদকে ১৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে দৈনিক সংগ্রাম কার্যালয় থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হন। পরে ঢাকার রমনা থানার রাজনৈতিক দলের মিছিলে অংশগ্রহণের মামলায় আদালত তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠায়। পুলিশের দায়ের করা এ মামলায় রাস্তায় মিছিল থেকে গাড়ি ভাংচুর ও বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়। [৪] আবুল আসাদ ২৪ সেপ্টেম্বর ২০১১ তারিখে আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন।[৬][৭] এরপর ২০১৯ সালের ১৩ ডিসেম্বর গ্রেফতার হন আবুল আসাদ[৮]এবং ২৩ সেপ্টেম্বর ২০২০ তিনি জামিনে মুক্তি পান তিনি।[৮]

বইসমূহ

সম্পাদনা
  1. একুশ শতকের এজেন্ডা
  2. সময়ের সাক্ষী
  3. ওয়ান ইলেভেনের পূর্বাপর দৃশ্যপট
  4. একাত্তর এবং অন্যান্য প্রবন্ধ
  5. কালো পঁচিশের আগে ও পরে
  6. যুগ সন্ধিক্ষণের পৃথিবী
  7. একশ বছরের রাজনীতি
  8. আমরা সেই সে জাতি
  9. হিন্দু মুসলিম মানস
  10. যুক্তরাষ্ট্র: ধর্ম সমাজ

সাইমুম সিরিজ

সম্পাদনা

আরো পড়ুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bangladesh Islamic Centre"। ৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  2. "দৈনিক সংগ্রাম"। ৩১ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৪ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৪ 
  4. "সংগ্রাম সম্পাদক আবুল আসাদ গ্রেফতার : ৬ দিনের রিমান্ড"দৈনিক সংগ্রাম। ২১ সেপ্টেম্বর ২০১১। ১৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯ 
  5. "অবৈধভাবে 'আমার দেশ' ছাপানোর অভিযোগে সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১৯"দৈনিক ইত্তেফাক। ১৬ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯ 
  6. "জামিন পেলেন সংগ্রাম সম্পাদক আবুল আসাদ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯ 
  7. "Bangladesh: Police arrest hundreds over rally violence"বিবিসি। ২০ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯ 
  8. সংগ্রাম কার্যালয়ে হামলা, সম্পাদক পুলিশ হেফাজতে dailynayadiganta.com| 13 December 2019