অংশচ্ছেদ (ভাষাবিজ্ঞান)

অংশচ্ছেদ হল কথ্যভাষায় কোন শব্দ বা শব্দযুগল পুরোপুরি উচ্চারণ না করে সামনের বা পেছনের কিছু অংশ বাদ দিয়ে ফেলা।[১][২][৩] যেমনঃ পাকিস্তানি সেনা = পাক সেনা।

ভাষাবিজ্ঞান অংশচ্ছেদ শব্দ তৈরির অন্যতম একটি মাধ্যম

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Shortenings"Oxford Dictionaries OnlineOxford: Oxford University Press। ২৫ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১০ 
  2. Marchand, Hans (১৯৬৯)। The Categories and Types of Present-Day English Word-formation। München: C.H.Beck'sche Verlagsbuchhandlung। 
  3. Bauer, Laurie (১৯৮৩)। English Word-Formation। Cambridge: Cambridge University Press।