অংকৃষ রঘুবংশী (জন্ম ৫ জুন ২০০৪) একজন ভারতীয় ক্রিকেটার।[১] যিনি ২০২২ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন।[২]

অংকৃষ রঘুবংশী
ব্যক্তিগত তথ্য
জন্ম (2004-06-05) ৫ জুন ২০০৪ (বয়স ১৯)
নয়াদিল্লি, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট আর্ম
উৎস: ক্রিকইনফো, ২৩ ফেব্রুয়ারি ২০২২

রঘুবংশী, দিল্লিতে জন্মগ্রহণ করেন, ১১ বছর বয়সে মুম্বইতে স্থানান্তরিত হন, যেখানে তিনি অভিষেক নায়ার এবং ওমকার সালভির নির্দেশনায় তার প্রশিক্ষণ শুরু করেন। পরবর্তীকালে, তিনি মুম্বইতে স্থায়ীভাবে চলে যান।[১]

২০২৪ সালে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক করেন, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তার প্রথম ম্যাচে ২৭ বলে ৫৪ রান করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Angkrish Raghuvanshi profile and biography, stats, records, averages, photos and videos"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "Bawa, Raghuvanshi centuries power massive India win"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "Angkrish Raghuvanshi has limitations, but he won't let them come in his way"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৪-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৮ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড